সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইরান, ওমানসহ বিভিন্ন দেশ থেকে অনেকেই অবাঞ্ছিত ফোনকল পাচ্ছেন। এসব ফোনকল নিয়ে অভিযোগ রয়েছে। কারণ এ ধরনের কলের পেছনে কাজ করছে একটি সুসংগঠিত প্রতারক চক্র। চাকরি, লটারি বা উপহার জেতার প্রলোভন দেখিয়ে তারা বিভিন্ন দেশের মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে।
ফোনকল গ্রহণ করলেই কৌশলে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে এই প্রতারক চক্র। তাই বিদেশ থেকে আসা ফোনকলের বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অবশ্য সব আন্তর্জাতিক কল যে প্রতারণামূলক হয়ে থাকে, তা নয়। কখনো কখনো প্রবাসে থাকা বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্যদের বৈধ কলও আসতে পারে। তবে প্রতারকদের ফোনকলের ধরন কিছুটা ভিন্ন হয়ে থাকে।
এসব ফোনকলে সাধারণত মিসড কল দিয়ে কৌতূহল বাড়ানো হয়, যাতে ভুক্তভোগী নিজেই কল ব্যাক করেন। আবার কখনো কুরিয়ার বা চাকরিদাতা প্রতিষ্ঠানের পরিচয়ে জরুরি তথ্য জানার অজুহাতে বারবার কল করা হয়।
তাই এ ধরনের ফোনকল গ্রহণ বা কল ব্যাক করা থেকে বিরত থাকতে হবে। সন্দেহজনক নম্বর থেকে আসা ফোনকলের পরিচয় জানতে ফোনে ট্রুকলার অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি নম্বরগুলো ব্লক করতে হবে।
প্রতারণার উদ্দেশ্য এবং কৌশল
প্রতারক চক্রের মূল উদ্দেশ্য হলো ফোনকলের মাধ্যমে কৌশলে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়া। একবার কেউ তাদের ফাঁদে পা দিলে, তারা ব্যাংক অ্যাকাউন্ট, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।
যেভাবে প্রতারণা করা হয়
প্রলোভন দেখানো: লটারি জেতা, চাকরির অফার, বা মূল্যবান উপহার পাওয়ার মিথ্যা আশ্বাস দেয়া।
তথ্য সংগ্রহ: ব্যক্তিগত তথ্য, যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড বা ওটিপি চাওয়া।
তাত্ক্ষণিক পদক্ষেপের চাপ: কল রিসিভ করার সঙ্গে সঙ্গেই বলা হয়, “অবিলম্বে কিছু তথ্য না দিলে সুযোগ হারিয়ে যাবে”।
সব কল প্রতারণামূলক নয়
তবে সব আন্তর্জাতিক ফোনকল যে প্রতারণার জন্যই হয়, তা নয়। প্রবাসে থাকা বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের বৈধ ফোনকলও আসতে পারে। বৈধ কল এবং প্রতারণামূলক কলের মধ্যে পার্থক্য বোঝার কিছু উপায় আছে।
প্রতারকদের ফোনকলের বৈশিষ্ট্য
- অপরিচিত নম্বর, বিশেষ করে +৯৬০, +৯৭৩, +৯৯১, বা অজানা আন্তর্জাতিক কোড থেকে কল আসা।
- অপরিচিত ব্যক্তি আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাইছে।
- আর্থিক লেনদেন বা পাসওয়ার্ড জানানোর অনুরোধ।
- লটারি জেতার মিথ্যা আশ্বাস, যদিও আপনি কোনো লটারি খেলেননি।
- তাত্ক্ষণিক সিদ্ধান্ত নিতে চাপ সৃষ্টি করা।
সাবধানতা অবলম্বনের উপায়
বিদেশ থেকে আসা ফোনকল নিয়ে সাবধান থাকতে বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন:
অপরিচিত কল রিসিভ না করা: যদি নম্বর অজানা হয় এবং সন্দেহজনক মনে হয়, তবে কল রিসিভ করা থেকে বিরত থাকুন।
ব্যক্তিগত তথ্য শেয়ার না করা: ফোনের মাধ্যমে কখনোই পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য বা ওটিপি শেয়ার কখনো করবেন না।
কল ব্লক করা: যদি একটি নম্বর প্রতারণামূলক মনে হয়, সেটিকে ব্লক করে দিন।
বৈধতার যাচাই: সন্দেহ হলে প্রথমে নম্বরটি যাচাই করে নিন। প্রবাসী বন্ধু বা আত্মীয়ের ফোনকল হলে তাদের সঙ্গে নিশ্চিত করুন।
পুলিশ বা সাইবার অপরাধ দপ্তরে রিপোর্ট: সন্দেহজনক কলের বিষয়ে রিপোর্ট করতে হবে।