অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান

অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান

১. Economics শব্দটি এসেছে কোন শব্দ থেকে? – Greek শব্দ ‘Oikonomia’ থেকে।

২. GDP -কি?-Gross Domestic Product.

৩. ভ্যাট কি?-মূল্য সংযোজন কর।

৪. উৎপাদনের কোন উপাদানের জন্য খাজনা প্রদান করা হয়? -ভূমি ।

৫. GNP ?-Gross National Product.

৬. প্রত্যক্ষ কর কি? -করদাতা কর্তৃক সরাসরি প্রদানকৃত কর ৷

৭. মোট খাজনা-অর্থনৈতিক খাজনা+মজুরি+মুনাফা -মূলধনের সুদ।

৮. মুদ্রাস্ফীতি কি? -যখন কোন দেশের অর্থের যোগান উৎপাদিত দ্রব্যসামগ্রীর তুলনায় অধিক হয় তখন মূল্যস্তর বৃদ্ধি পায় । এই মূল্যস্তর বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতি বলে।

৯. NNP এর পূর্ণাঙ্গ রূপ কি? – Net National Product.

১০. IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত।- ওয়াশিংটন ডিসি।

১১. ভূমি রাজস্ব কোন ধরনের কর?-প্রত্যক্ষ কর।

১২. অর্থনীতিতে সুদকে কত ভাগে ভাগ করা যায়? -২ ভাগে।

১৩. শ্রমবিভাগ শ্রমিকদের কি বৃদ্ধিতে সহায়তা করে থাকে? – উৎপাদনশীলতা।

১৪. বাতাস’ অর্থনীতিতে সম্পদ বলে বিবেচিত হয় কি? – না।

১৫. অর্থনীতিতে বিলাস দ্রব্য অর্থনৈতিক দ্রব্য বলে বিবেচিত হয় কি? -হ্যা।

১৬. পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যটি কী?- সম্পদের ব্যক্তি মালিকানা ৷

১৭. বিশ্বের কোন মুদ্রার মূল্যমান সবচেয়ে বেশি?- কুয়েতি দিনার।

১৮. আয় কর কোন ধরণের কর?- প্রত্যক্ষ কর।

১৯. কোন দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী যে ব্যয় নির্বাহ করে তাকে কোন ব্যয় বলা হয়?- মূলধন।

২০. অর্থনীতিতে খাদ্য সামগ্রী’ অর্থনৈতিক দ্রব্য বলে বিবেচিত হয় কি?-না ।

২১. দাম ও যোগানের সম্পর্ক হলো।-সমমুখী ।

২২. পল স্যামুয়েলসনের মতে মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা হল- ৩টি।

২৩. সুযোগ ব্যয় বলতে বোঝায়?- সম্পদের বিকল্প সম্ভাব্য সর্বোচ্চ ব্যবহার।

২৪. উৎপাদন সম্ভাবনা রেখার অক্ষে কি নির্দেশ করে।-উপকরণ পরিমান।

২৫. অর্থনীতিতে ‘উৎপাদন’ অর্থ হল -উপযোগ সৃষ্টি ।

২৬. কোনটি অর্থনীতিতে উৎপাদনের উপকরণ নয়?- খনিজ পদার্থ।

২৭. চাহিদা বিধি অনুসারে চাহিদা রেখা- নিম্নগামী।

২৮. উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোন বিন্দুতে উৎপাদন- সম্ভব কিন্তু অদক্ষ ।

২৯. কোনটি চাহিদার নিয়ামক নয়?-উৎপাদন খরচ।

৩০. দামের উপর বিক্রেতার নিয়ন্ত্রণ থাকলে তাকে বলে— বাজার।- একচেটিয়া।

৩১. গ্রামীণ ফোন ও বাংলালিংকের – – আড়াআড়ি- স্থিতিস্তাপকতা ।

৩২. উত্তরাধিকার কর কোন ধরনের কর – প্রত্যক্ষ কর।

৩৩. অর্থের মূল্যের সাথে ক্রয় ক্ষমতার সম্পর্ক কি? – ধনাত্মক।

৩৪. অর্থের মহিদার তুলনায় যোগান বৃদ্ধি পেলে কি দেখা দেয় – মুদ্রাস্ফীতি।

৩৫. অর্থ দৃশ্য পরিবর্তন পরিমান করা হয় কিসের মাধ্যমে? – Index Number.

৩৬. এ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ ছিলেনা- বৃটেন।

৩৭. অর্থনীতির জনক বলা হয়- এ্যাডাম স্মিথ।

৩৮. ড্যাস ক্যাপিটাল বইটির প্রকাশ কাল- ১৮৭২ সালে।

৩৯. অর্থনীতি কোন বিজ্ঞানের একটি অন্যতম শাখা-সমাজ বিজ্ঞান।

৪০. সঞ্চয় হতে বিনিয়োগ এবং বিনিয়োগ হতে কি সৃষ্টি হয়। – মূলধন।

৪১. স্মিতের অনুসারীরা অর্থনীতিকে কি বলে আখ্যায়িত করেছেন? – Science of Wealth.

৪২. New Classical মতবাদের প্রবক্তা কে? -আলফ্রেড মার্শাল।

৪৩. অর্থনীতিকে প্রথম ধারণা দেন কে?-Aristotle.

৪৪. Principles of Economics ” কত সালে প্রকাশিত হয়? ১৮৯০ সালে।

৪৫. আধুনিক মতবাদের প্রবক্তা কে?-L. Robins

৪৬. অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেন।- এ্যাডাম স্মিথ।

৪৭. অর্থনীতি যোগসূত্র স্থাপন করে। এর মধ্যে- লক্ষ্য ও উপায়।

৪৮.দুষ্প্রাপ্যতা এর ইংরেজি শব্দ – Scarcity.

৪৯. সকল প্রকার অর্থনৈতিক সমস্যার মূলে আছে-দুষ্প্রাপ্যতা ও নির্বাচন।

৫০. অর্থনৈতিক ইতিহাসে প্রথম থেকে স্বীকৃতি পেয়েছে-সুপ্রাপ্যতা।

৫১. যুক্ত দ্রব্য বলতে বুঝায়- যে সকল দ্রব্যের যোগান অসীম এবং যোগান দাম নেই। যেমন- বায়ু।

৫২. মানব সমাজের সার্বিক উদ্দেশ্য হল- অভাবপূরণ

৫৩. অর্থনৈতিক সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হল- কী উৎপাদন করা হবে।

৫৪. উন্নত দেশগুলোতে উৎপাদন কৌশল হল- পুঁজি নিৰিয় ।

৫৫. বাংলাদেশের উৎপাদন কৌশল- শ্রম নিষি

৫৬. নিরপেক্ষ রেখার অপর নাম- সম-উপযোগ দেখা।

৫৭. সুযোগ ব্যয় এর ইংরেজি প্রতি Opportunity Cost.

৫৮. উৎপাদন বলতে বোঝায় (অর্থনীতিতে)- উপযোগ বৃদ্ধি করাকে।

৫৯. Exchange এর অর্থ- হয়।

৬০. মানবীয় কর্মপ্রচেষ্টার শুরু হল- উৎপাদন।

৬১. মানবীয় কর্মপ্রচেষ্টার শেষ হল- ভোগ ।

৬২. কোথায় সমাজতন্ত্রের উত্থান হয়- রাশিয়ায়।

৬৩. কত সালে সমাজতন্ত্রের উত্থান হয়। ১৮১৭ সালে ।

৬৪. কার নেতৃত্বের সমাজতন্ত্রের উত্থান হয়?- লেনিনের।

৬৫. Micro’ শব্দটি এসেছে? – Mikros হতে।

৬৬. Macro শব্দটি এসেছে – Makros হতে।

৬৭. চাহিদার তিনটি বৈশিষ্ট্য সম্পন্ন আকাঙ্খাকে কি বলে?- সক্রিয় চাহিদা।

৬৮. দামের সাথে চাহিদার নির্ভরশীলতাকে কি বলে? – চাহিদা বিধি।

৬৯. চাহিদা সূচি কত প্রকার?- ২ প্রকার।

৭০. চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী কেন?- দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্কের কারণে।

৭১. চাহিদা সূচি ও চাহিদা রেখা কি প্রকাশ করে?- চাহিদা-বিধি।

৭২.মূল্যের সাথে চাহিদার সম্পর্ক – বিপরীতমুখী।

৭৩. চাহিদা রেখা সবসময়- ডানদিকে নিম্নগামী হয়।

৭৪. বাজার চাহিদা রেখা পরিবর্তন হয় না যদি- মূল্যের পরিবর্তন হয়।

৭৫. স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান- ১ এর বেশি।

৭৬. অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান-১ এর কম।

৭৭. নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোন দ্রব্যের যে পরিমান বিক্রয় করতে প্রস্তুত থাকে, তাকে কি বলে? -যোগান।

৭৮. যোগানের সাথে সরাসরি সম্পর্ক কিসের?- দামের।

৭৯. বিক্রেতা যে দামে দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে, তাকে কি বলে?- যোগান দাম ।

৮০. যে বিধির সাহায্যে দ্রব্যের দাম ও যোগানের সম্পর্ক প্রকাশ করা হয়, তাকে কি বলে? – যোগান বিধি।

৮১. যে বাজারে একজন মাত্র ক্রেতা কিন্তু বিক্রেতা অসংখ্য- তাকে কীরুপ বাজার বলে?-মনোপসনি।

৮২. বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করা হয়?-মনোপলি।

৮৩. সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানকে একত্রে বলে-শিল্প।

৮৪. বিক্রেতার অবাধ প্রবেশ ও প্রস্থানের সুযোগ থাকে না-একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে।

৮৫. বিক্রেতার সংখ্যা দুজন থাকে- ডুয়োপলি বাজারে।

৮৬. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে।

৮৭. ক্রেতা-বিক্রেতা এককভাবে দামকে প্রভাবিত করতে পারে না-পূর্ণপ্রতিযোগিতা বাজারে

৮৮. বাৎসরিক কত টাকার বেশি হলে আয়কর দিতে হয়- ২ লাখ ৫০ হাজার

৮৯. মূল্যস্ফীতি কমানো যায় কিভাবে?-রপ্তানি বৃদ্ধি করে।

৯০. বাংক নোট স্বাক্ষর থাকে-বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের

৯১. মুদ্রাস্ফীতির কারণ কি-মুদ্রার সরবরাহ বৃদ্ধি কিন্তু জাতীয় উৎপাদন হ্রাস।’

৯২. সরকারি নোট=১, ২, ও ৫ টাকার নোট।

৯৩. বাংলাদেশে দশমিক মুদ্রা চালু হয় কবে?-১৯৬১ সালে।

৯৪. বাংলাদেশে টাকা ছাপানোর জন্য বিশেষ ধরনের কাগজ আমদানি করা হয় কোন দেশ থেকে?-সুইজারল্যান্ড থেকে।

৯৫. বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?-১৬ ডিসেম্বর ১৯৭১ সালে।;;

৯৬. ঢাকার প্রথম ফ্লাইওভার প্রকল্প কোনটি-খিলগাও

৯৭. বাংলাদেশের তৈরী পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ?-যুক্তরাষ্ট্র।

৯৮. চিনির দাম বৃদ্ধি পেলে চায়ের চাহিদা -হ্রাস পা। ব্যাখ্যা: চিনির দাম বৃদ্ধি পেলে চায়ের খরচ বেড়ে যাবে তাই চায়ের চাহিদা কমে যাবে।

৯৯. অর্থনৈতিক তত্ত্ব কিভাবে বিশ্লেষণ করা হয়?- অর্থনৈতিক তত্ত্ব চিত্র দ্বারা প্রকাশ করা হয়।

১০০. বাংলাদেশে প্রথম নোট চালু হয়-৪ মার্চ ১৯৭২ সালে।

অর্থনীতি নিয়ে আরও কিছু তথ্য

সম্পদ : সাধারণ অর্থে টাকা, পয়সা, গাড়ি, বাড়ি, ধন-দৌলত কে সম্পদ বলে কিন্তু অর্থনীতিতে সম্পদ বলতে এমন দ্রব্য বা সেবা সামগ্রীকে বোঝায় যার পরিমাণ অপ্রর্যাপ্ত, ব্যক্তিমালিকানা হস্তান্তর যোগ্য, যা নতুন উপযোগ সৃষ্টি করে । তাই নদীর পানি, সূর্যের আলো, জাতীয় ভূখন্ড ইত্যাদি সম্পদ নয় ।

মূলধন : মানুষের শ্রম কর্তৃক উৎপাদিত যে দ্রব্যটি পুনরায় অতিরিক্ত উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে মূলধন বলে।যেমন- কাঁচামাল, কারখানা, ধানের বীজ ইত্যাদি।

শ্রম ও মজুরি: সাধারণত শারীরিক পরিশ্রমকে শ্রম বলে কিন্তু অর্থনীতিতে শ্রম বলতে উৎপাদনের বা আর অর্জনে কোন পেশায় নিয়োজিত ব্যক্তির শারীরিক ও মানসিক সকল ধরনের পরিশ্রমকে শ্রম বলে। শ্রমের মজুরি বাড়লে শ্রম বাড়ে ও মজুরি কমলে শ্রম কমে । যেমন- একজন রাজমিস্ত্রি ঘন্টায় ১০০ টাকা পাই সে দৈনিক ৪ ঘন্টা পরিশ্রম করে কিন্তু ২০০ টাকা হলে সে ৫ ঘন্টা পরিশ্রম করবে।

শ্রম বাজার : শ্রমবাজার হলো এমন একিট ব্যবস্থা যেখানে শ্রমের ক্রেতা বিক্রেতা কাজের শর্তাবলি যেমন- শ্রমঘন্টা, সুযোগ সুবিধা, বোনাস, ছুটি, ক্ষতিপূরণ ইত্যাদি বিষয়ে একটি সমঝোতায় এসে একটি নির্দিষ্ট মজুরি নিয়ে কাজ করতে ইচ্ছুক থাকে। শ্রমবাজার সৃষ্টির পিছনে পেশাগত দক্ষতা ও এলাকা একটা অবদান রাখে । বাংলাদেশ হতে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে সৌদি আরবে।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

আন্তর্জাতিক সাহিত্য নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১. প্রশ্নঃ বিশ্ববিখ্যাত ‘মোনালিসা চিত্রটির চিত্রকর কে? উঃ লিওনার্দো দ্য ভিঞ্চি ২. প্রশ্ন : মোনালিসা চিত্রকর্মটি কাকে কল্পনা করে আঁকা...

Read more
বাংলাদেশের শিল্প-সংস্কৃতি-নাটক-নাট্যতত্ত্ব নিয়ে ১৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১.প্রশ্ন : BFDC কী? উত্তর: Bangladesh Film Development Corporation বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থ। ২. প্রশ্ন: BFDC কত সালে প্রতিষ্ঠিত...

Read more

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?