বিড়াল গল্পের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (mcq)

বিড়াল গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
0
SHARES
2.1k
VIEWS

১. সরিষাভোর শব্দটি কী হিসেবে ব্যবহার করা হয়েছে?

ক. উৎপেক্ষা
খ. উপমা
গ. তুলনা
ঘ. চিত্রকল্প

READ ALSO

২. বিড়াল রচনার মঙ্গলা কার নাম

ক. গাভীর
খ. কুকুরের
গ. ইঁদুরের
ঘ. বিড়ালের

৩. পরম ধর্মের ফলভোগী কে?

ক. মঙ্গলা
খ. কমলাকান্ত
গ. প্রসন্ন
ঘ. মার্জার

৪. কমলাকান্তের হাতের যষ্টিটি কেমন ছিল

ক. মজবুত
খ. ভগ্ন
গ. ছোট
ঘ. লম্বা

৫. অপরিমিত লোভ ভাল নহে-উক্তিটি কার?

ক. ডিউক মহাশয়ের
খ. প্রসন্নের
গ. কমলাকান্তের
ঘ. মার্জারের

৬. বঙ্গিমচন্দ্রের চট্রোপাধ্যায়ের বিড়াল কোন ধরনের রচনা?

ক. ভ্রমণকাহিনী
খ. হাস্যরসাত্মক ও ব্যঙ্গধর্মী
গ. ট্রাজেডি
ঘ. স্যাটায়ার

৭. বিড়াল ও কমলাকান্তের মধ্যে কি ধরনের কথা চলছিল?

ক. রসাত্মক
খ. কাল্পনিক
গ. ব্যঙ্গাত্মক
ঘ. গুরুত্বপূর্ণ

৮. কাকে বোঝানো কখনোই সম্ভব নয়?

ক. অশিক্ষিতকে
খ. বিচারককে
গ. প্রতিবন্ধীকে
ঘ.প্রাণীকে

৯. বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে কোনটি সঠিক?

ক. প্রতিবাদী
খ. লোভী
গ. অলস
ঘ. পরিশ্রমী

১০. বঙ্গিমচন্দ্র কোন জেলার?

ক. হুগলির
খ. চব্বিশ পরগনার
গ. দিনাজপুর
ঘ. বরিশাল

১১. বঙ্গদর্শণ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. প্রথম চৌধুরী
খ. কাজী নজরুল ইসলাম
গ. বুদ্ধদেব বসু
ঘ. বঙ্গিমচন্দ্র

১২. বিড়াল যখন দুগ্ধ পান করিতেছে, তখন লেখক কী করিতেছিলেন?

ক. ডিউককে পুরস্কার দিচ্ছিলেন
খ. বিড়ালকে তাড়াচ্ছিলেন
গ. ওয়াটারপুল মাঠে বূ্যহ-রচনার করছিলেন
ঘ. উপরের সবগুলো

১৩. ”কেহ মরে বিল ছেচে, কেহ খায় কই”-এখানে কোন দুটি চরিত্রকে ঈঙ্গিত করা হয়েছে?

ক. লেখক ও বিড়াল
খ. লেখক ও ওয়েলিংটন
গ. ওয়েলিংটন ও নেপোলিয়ান
ঘ. লেখক ও প্রসন্ন

১৪. লেখক কেন বিড়ালের ওপর রাগ করিতে পারেন না?

ক. দুধের উপর বিড়ালের অধিকার বেশি বলে
খ. উভয়ের অধিকার সমান বলে
গ. উভয়ের অধিকার নেই বলে
ঘ. লেখকদের অধিকার নেই বলে

১৫. লেখক মার্জারের বক্তব্যসকল কীভাবে বুঝিতে পারিলেন?

See also  কমিউনিকেশন সিস্টেমের ধারণা-Concept of Communication System-Hsc Ict

ক. ঈশ্বরের কৃপায়
খ. দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া
গ. বিড়ালের ভাবের সাথে ভাব মিলিয়ে
ঘ. অনুমান করে

১৬. কোনটি দুগ্ধজাত খাদ্য?

ক. সর
খ. দধি
গ. ক্ষীর
ঘ. সবগুলো

১৭. অধর্ম কার?

ক. চোরের
খ. কৃপন ধনীর
গ. সমাজপতিদের
ঘ. লেখকদের

১৮. তেলা মাথায় তেল দেওয়া-

ক. মনুষ্য জাতির অভ্যাস
খ. মনুষ্য জাতির রোগ
গ. মনুষ্য জাতির স্বভাব
ঘ. মনুষ্য জাতির খারাপ গুণ

১৯. দারিদ্রের ক্ষুধা কেহ বুঝে না-কথাটিতে লুকিয়ে আছে কি?

ক. বঞ্চনার ভাবাবেগ
খ. অবহেলার স্বরুপ
গ. অধিকার আদায়ের প্রতিবাদ
ঘ. ক ও খ

২০. কমলাকান্তের দপ্তর রচনাটি কতটি অংশে বিভক্ত?

ক. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৩

২১. নিচের কোনটি বিড়ালের ক্ষেত্রে সঠিক নয়?

ক. উদর কৃশ
খ. অস্থি বিনত
গ. দাঁত বাহির হইয়াছে
ঘ. জিহ্বা ঝুলিয়ে পড়িয়াছে

২২. বিড়ালের বক্তব্যে কোন ধরনের মতবাদের ইঙ্গিত পাওয়া যায়-

ক. গণতন্ত্র
খ. উদারতন্ত্র
গ. সমাজতন্ত্র
ঘ. সবগুলো

২৩. লাঙ্গুল শব্দের অর্থ-

ক. লেজ
খ. পুচ্ছ
গ. লাঙ্গলের কাঁচি
ঘ. ক ও খ

২৪. বিড়াল রচনাটি কোন গ্রন্থের?

ক. কমলাকান্তের দপ্তর
খ. কৃষ্ণকান্তের উইল
গ. কৃষ্ণ চরিত্র
ঘ. লোক রহস্য

২৫. বিড়াল-প্রবন্ধে পতিত আত্মা কে?

ক. কমলাকান্ত
খ. মার্জার
গ. ডিউক
ঘ. নসীরাম বাবু

২৬. বিড়াল গল্পে কোন ধরনের বৈষম্য ফুটে উঠেছে?

ক. শোষক-শোষিতের
খ. ধনী-দরিদ্রের
গ. সাধু-চোরের
ঘ. ক-খ

২৭. বিজ্ঞ লোকের মতে কখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হয়?

ক. বিচার পরাস্ত হলে
খ. বিচারে বিজয়ী হলে
গ. পরাস্ত হওয়ার পূর্ব মূহুর্তে
ঘ. বিজয় হওয়ার পূর্ব মূহুর্তে

২৮. লেখক বিড়ালকে কোন গ্রন্থ পড়ার পরামর্শ দেননি?

ক. নিউমান পার্কের গ্রন্থ
খ. সাম্য
গ. কমলাকান্তের দপ্তর
ঘ. কোনটিই নয়

২৯. মার্জারী সুন্দরী অর্থ কি?

ক. বিড়াল
খ. মার্জারী নামক সুন্দরী
গ. স্ত্রী বিড়াল
ঘ. বিড়ালের স্ত্রী

See also  The Unforgettable History-Hsc-English First Paper-unit-1-lesson-2

৩০. কম্পিনকালে শব্দের অর্থ কি?

ক. কোনো সময়ে
খ. হঠাৎ
গ. কখনোই না
ঘ. সবসময়

৩১. সুবিচারক এবং সুতার্কিক শব্দদ্বয়ে সু উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. উৎকৃষ্ঠ
খ. উত্তম
গ. সুন্দর
ঘ. কোনিটই নয়

৩২. যখন বিচারে পরাস্ত হইবে. তখন গম্ভীর ভাবে উপদেশ প্রদান করিবে। বক্তটি-

ক. সরল
খ. মিশ্র
গ. যৌগিক
ঘ. ক ও গ

৩৩. আমি যদি খাইতে না পাইলাম, তবে সমাজের উন্নতি লইয়া কী করিব?-বিড়াল প্রবন্ধে এ উক্তিতে প্রকাশ পেয়েছে-

ক. যুক্তিনিষ্ঠ মনোভঙ্গি
খ. অধিকার সচেতনতা
গ. আত্মরক্ষার
ঘ. রাজনৈতিক প্রজ্ঞা

৩৪. বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি প্রযোজ্য?

ক. নিষ্ঠাবান
খ. লোভী
গ. চোর
ঘ. প্রতিবাদী

৩৫. অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়-বলতে বিড়ালের প্রতি কোন ধরনের আচরণের কথা বলা হয়েছে?

ক. প্রথাগত
খ. বিরুদ্ধেবাদী
গ. স্বভাববিরুদ্ধে
ঘ. অস্বাভাবিক

৩৬. অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়- কথাটি কি প্রকাশিত হয়েছে?

ক.শ্লেষ
খ.ঔচিত্যবোধ
গ. উদারতা
ঘ. প্রতিশোধ স্পৃহা

৩৭. এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে-এখানে যাদেরকে তোমরা বলা হয়েছে-

ক. চোর
খ. বিড়াল
গ. মানুষ
ঘ. অধর্মাকি

৩৮. বিড়াল প্রবেন্ধ মার্জারকে পতিত আত্মা বলার কারণ-

ক. ক্ষুদ্রার্থে
খ. নীতিবিরুদ্ধে বোঝাতে
গ. ব্যঙ্গার্থে
ঘ. দুর্দশাগ্রস্ত বোঝাতে

৩৯. প্রবেন্ধ খাইতে দাও-নহিলে চুরি করিব-উক্তিটির মর্মকথা কি?

ক. ক্ষুধার তাড়না
খ. অন্যায়ের প্রতিবাদ
গ. অরাজক পরিস্থিতি
ঘ. অধিকার চেতনা

৪০. বিড়ালের কথোপকথনের মধ্য দিয়ে কি চেতনা ফুটে উঠেছে?

ক. সমাজতান্ত্রিক
খ. গণতান্ত্রিক
গ. ন্যায়তান্ত্রিক
ঘ. রাজতান্ত্রিক

৪১. আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি?” উক্তিটি কোন গদ্যের?

ক. বিড়াল
খ. লোকরহস্য
গ. কৃষ্ণ চরিত্র
ঘ বিজ্ঞানরহস্য’

৪২. যুগলাঙ্গুরীয় উপন্যাস কোন বাঙালি লেখকের রচনা

ক. কাজী নুজরুল ইসলামের
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
গ. রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ. জসীম উদ্দীনের

See also  ডেটা কমিউনিকেশনের ধারণা-Concept of Data Communication-Hsc Ict

৪৩. ‘লােকরহস্য’ বইটির লেখক কে?

ক. জসীম উদ্দীনের
খ. কাজী নুজরুল ইসলাম
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৪৪. বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী নুজরুল ইসলাম
ঘ. জসীম উদ্দীনের

৪৫. যুগন্ধর সাহিত্য স্রষ্টা’ বলা হয় কাকে?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মানিক বন্দোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪৬. প্রসন্ন চরিত্রটি কোন রচনায় রয়েছে?

ক. অপরিচিতা
খ. বিড়াল
গ. আহ্বান
ঘ. মাসি-পিসি

৪৭. আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হুঁকা হাতে কী ভাবছিলেন?

ক. তিনি যদি সক্রেটিস হতেন
খ. তিনি যদি নেপোলিয়ান হতেন
গ. তিনি যদি এরিস্টটল হতেন
ঘ. তিনি যদি বাল্মীকি হতেন

৪৮. সাহিত্য সম্রাট কে?

ক. মাইকেল মদুসূদন দত্ত
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী নুজরুল ইসলাম
ঘ. জসীম উদ্দীনের

৪৯. বিড়াল কোন ধরনের রচনা?

ক. হাস্যরসাত্বক
খ. বিষাদমূলক
গ. রসাত্মক ও ব্যঙ্গধর্মী
ঘ. কৌতুকপূর্ণ

৫০. দেবী চৌধুরানী-কার উপন্যাস?

ক. মাইকেল মদুসূদন দত্ত
খ. জসীম উদ্দীনের
গ. কাজী নুজরুল ইসলাম
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

উত্তরমালা: ১. খ ২. ক ৩. খ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. খ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. ঘ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. খ ২৯. গ ৩০. ক ৩১. খ ৩২. খ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. ক ৩৬. খ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. ক ৪১. ক ৪২. খ ৪৩. ৪৪. ক ৪৫. ঘ ৪৬. খ ৪৭. খ ৪৮. খ ৪৯. গ ৫০. ঘ

 

আরও পড়ুন:  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ও তার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য

Related Posts

No Content Available
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?