Composition Class 8: Television

Composition Class 8: Television

Television/Uses and Abuses of Television

Introduction : Television is a wonderful invention of modern science. Probably, this is the most used scientific device of the world. Even most of the lower class families have a television set today. It can broadcast programmes in different parts of the world.

Importance/Merits/Uses : Television is an important means of communication of ideas and thoughts over the world. People from almost all sections watch television programmes. Television programmes are not only entertaining but also educative. Children learn many academic lessons from television. Even, they do not know how they are learning. Because, television programmes are funny and enjoyable. Some channels present distance learning programmes. Learners can watch and learn their lessons sitting at their homes. Farmers, aged people, sports lover have their respective programmes according to their demands. Satellite television channels are great wonders to all. Thousands of programmes of varied interests are telecast through these channels.

Demerits/Disadvantages/Abuses : Besides merits, television has some demerits too. Students as well as other people waste their valuable time in watching TV too much. Watching television is addiction to many. In America, children spend much more time in watching television than spending time in study. Moreover, our country is facing cultural assault because foreign culture is intruding into our culture. By this way western culture is affecting our young generation very much.

Conclusion : We have to take the positive things from television. Television programmes have to be educative, instructive and entertaining. Besides, controlled watching of television has to be developed. Only then television will become exactly a blessing of science.

অনুবাদ: টেলিভিশন/টেলিভিশনের ব্যবহার এবং অপব্যবহার

ভূমিকা: টেলিভিশন আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার। সম্ভবত, এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত বৈজ্ঞানিক যন্ত্র। এমনকি বেশিরভাগ নিম্নবিত্ত পরিবারে আজ টেলিভিশন সেট রয়েছে। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান সম্প্রচার করতে পারে।

গুরুত্ব/গুণ/ব্যবহার: টেলিভিশন হল বিশ্বব্যাপী ভাবনা ও চিন্তার যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রায় সব শ্রেণীর মানুষ টেলিভিশন অনুষ্ঠান দেখে। টেলিভিশন অনুষ্ঠান শুধুমাত্র বিনোদনমূলক নয়, শিক্ষামূলকও বটে। শিশুরা টেলিভিশন থেকে অনেক একাডেমিক পাঠ শিখে। এমনকি, তারা জানে না কিভাবে তারা শিখছে। কারণ, টেলিভিশন অনুষ্ঠানগুলো মজার এবং উপভোগ্য। কিছু চ্যানেল দূরশিক্ষণ প্রোগ্রাম উপস্থাপন করে। শিক্ষার্থীরা তাদের ঘরে বসে তাদের পাঠ দেখতে এবং শিখতে পারে। কৃষক, বয়স্ক মানুষ, ক্রীড়াপ্রেমীদের চাহিদা অনুযায়ী নিজ নিজ কর্মসূচি রয়েছে। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সকলের কাছেই বিস্ময়কর। এসব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আগ্রহের হাজার হাজার অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

অসুবিধা/অসুবিধা/অপব্যবহার : যোগ্যতার পাশাপাশি টেলিভিশনেরও কিছু দোষ রয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি অন্যান্য মানুষও তাদের মূল্যবান সময় নষ্ট করে টিভি দেখে। টেলিভিশন দেখা অনেকেরই নেশা। আমেরিকায়, শিশুরা পড়াশোনায় সময় কাটানোর চেয়ে টেলিভিশন দেখতে অনেক বেশি সময় ব্যয় করে। তাছাড়া বিদেশী সংস্কৃতি আমাদের সংস্কৃতিতে অনুপ্রবেশ করায় আমাদের দেশ সাংস্কৃতিক আক্রমণের সম্মুখীন হচ্ছে। এভাবে পশ্চিমা সংস্কৃতি আমাদের তরুণ প্রজন্মকে খুব বেশি প্রভাবিত করছে।

উপসংহার: আমাদের টেলিভিশন থেকে ইতিবাচক জিনিস নিতে হবে। টেলিভিশন অনুষ্ঠান হতে হবে শিক্ষামূলক, শিক্ষামূলক এবং বিনোদনমূলক। এছাড়া নিয়ন্ত্রিতভাবে টেলিভিশন দেখার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তবেই টেলিভিশন ঠিক বিজ্ঞানের আশীর্বাদ হয়ে উঠবে।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?