তৈলচিত্রের ভূত গল্পের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর-এমসিকিউ-MCQ

তৈলচিত্রের ভূত গল্প

তৈলচিত্রের ভূত গদ্যটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হয়েছে। এখান থেকেপরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে।

১. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?

READ ALSO

ক.মাসির
খ.পিসির
গ.মামার
ঘ.দাদার

২. নগেনের সাে থ পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন?

ক.২ মাস আগে
খ.৩ মাস আগে
গ. ৪ মাস আগে
ঘ.৫ মাস আগে

৩. নগেন প্রায়ই তার মামাকে যমের বাড়ি পাঠাত কেন?

ক.পড়ার খরচ না দেয়ায়
খ.ভালো ব্যবহার না করায়
গ.বিরক্তির ভাব প্রকাশ করায়
ঘ.অনাদর অবহেলা করায়

৪. উদ্দীপকটি ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার চিন্তার সাথে সাদৃশ্যপূর্ণ?

ক. পরেশ
খ.নগেন
গ. পরাশর ডাক্তার
ঘ. নগেনের মামা

৫. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মুখ্য উদ্দেশ্য কী?

ক. ভৌতিক পরিবেশ সৃষ্টি
খ. আলোকিক ঘটনার সমাবেশ
গ. শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা
ঘ. পাঠকদের নিছক আনন্দ দান

৬. “তৈলচিত্রের ভূত’ গল্পের আলোকে ইলিয়াসের ভয় পাওয়ার কারণ-

ক. শিক্ষার অভাব
খ. মানসিক বিপর্যয়
গ. ভীতিকর মানসিকতা
ঘ. বৈজ্ঞানিক জ্ঞানের অভাব

৭. তৈলচিত্র থেকে কি যেন তার ভিতর থেকে কাঁপিয়ে তুলেছিল?
ক. বিদ্যুৎ
খ. ভূত প্রেত
গ. এসিড
ঘ. অশরীরী আত্মা

৮. পরাশর ডাক্তার রাত কয়টায় নগেনদের বাড়িতে আসেন?
ক. ১০টায়
খ. ১১টায়
গ. ১২টায়
ঘ. ১টায়

৯. ‘প্রাগৈতিহাসিক’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা?

ক. উপন্যাস
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. কাব্য

১০. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে লেখক নগেন চরিত্রের মধ্যে কীসের স্বরূপ ব্যাখ্যা করেছেন?

ক.ভূত বিশ্বাসের
খ.কুসংস্কারের
গ.কাল্পনিকতার
ঘ. বিজ্ঞান বুদ্ধির

১১. উদ্দীপকের বানেছা ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

ক. নগেন
খ. পরেশ
গ. মামা
ঘ. পরাশর ডাক্তার

See also  NGO (এনজিও)-সর্বপ্রথম কোন দেশে চালু হয়

১২. নগেনের বর্ণিত কাহিনীকে পরাশর ডাক্তার চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বলেছেন কেন?

ক. বাস্তবতাবর্জিত
খ. কল্পকাহিনী বলে
গ. ভৌতিক বলে
ঘ. অলৌকিক বলে

১৩. নিচের কোনটি পরাশর ডাক্তারের ক্ষেত্রে প্রযোজ্য?

ক. সাহসী ও ন্যায়পরায়ণ
খ. বুদ্ধিমান ও আধুনিক
গ. জ্ঞানী ও সৎ
ঘ. নম্র ও বিনয়ী

১৪. পরাশর ডাক্তার পড়ে গেলেন কেন?

ক. বিদ্যুতের ধাক্কায়
খ. পা হড়কে
গ. ভূতের ধাক্কায়
ঘ. দুর্বলতার কারণে

১৫. ‘মরলে তো মানুষ সব জানতে পারে’-এটি কার উক্তি?

ক. ডাক্তারের
খ. দরবেশের
গ. আত্মার
ঘ. নগেনের

১৬. রাত বারোটায় পরাশর ডাক্তার নগেনকে কোথায় অপেক্ষা করতে বললেন?

ক.বাইরের ঘরে
খ. বাড়ির সামনে
গ.লাইব্রেরিতে
ঘ. নিজ কক্ষে

১৭. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটিতে কোন মাসের উল্লেখ আছে?

ক. বৈশাখ
খ. জ্যৈষ্ঠ
গ. ফাল্গুন
ঘ. চৈত্র

১৮. ‘ভর্ৎসনা’ অর্থ কী?

ক. কান্না
খ. তিরস্কার
গ. হাসি
ঘ. উৎসাহ

১৯. মায়ের ধারণাটি ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার চিন্তার সাথে সাদৃশ্যপূর্ণ?

ক. পরেশ
খ. পরাশর ডাক্তার
গ.নগেন
ঘ. মামা

২০. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন?

ক. ১৯৪৩
খ.১৯৫৬
গ. ১৯৬০
ঘ. ১৯৬৫

২১. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটির লেখক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ.মানিক বন্দ্যোপাধ্যায়
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়

২২. মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক.১৯০৭
খ.১৯০৮
গ.১৯০৯
ঘ.১৯১০

২৩. মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?

ক.চব্বিশ পরগনায়
খ.সাঁওতাল পরগনার দুমকায়
গ.রাজশাহীর চারঘাটে
ঘ. সিলেটের শ্রীমঙ্গলে

২৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী গল্পের সংখ্যা কতটি?

ক. ২৩
খ. ২৫
গ. ২৬
ঘ. ২৭

২৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোনটি?
ক.শাহবাজপুর
খ.জয়দেবপুর
গ. বিক্রমপুর
ঘ.শ্রীপুর

২৬. ‘পদ্মানদীর মাঝি’- কী ধরনের রচনা?

ক.উপন্যাস
খ. ভ্রমণকাহিনী
গ.রম্যরচনা
ঘ. নাটক

২৭. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?

ক.মানিক বন্দ্যোপাধ্যায়
খ.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. আবু জাফর শামসুদ্দিন
ঘ.শওকত ওসমান

See also  Am/is/are to-এর অর্থ-করতে হয়

২৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘সরীসৃপ’ কোন ধরনের রচনা?

ক.কাব্যগ্রন্থ
খ.ছোটগল্প
গ.নাটক
ঘ.প্রবন্ধ

২৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘মাঝির ছেলে’ কোন ধরনের রচনা?

ক.কিশোর-উপন্যাস
খ. কিশোর-উপযোগী ছোটগল্প
গ.ভ্রমণকাহিনী
ঘ.রম্যরচনা

৩০. কে চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে টেবিল ঘেঁষে দাঁড়াল?

ক.নগেন
খ. পরাশর ডাক্তার
গ. দাদামশায়
ঘ.দিদিমা

৩১. কে মুখ না তুলেই নগেনকে বসতে বললেন?

ক. দাদামশায়
খ. নিরঞ্জন
গ.পরাশর ডাক্তার
ঘ. দিদিমা

৩২. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে কার চাউনি একটু উদ্ভ্রান্ত ছিল?

ক দিদিমার
খ. নগেনের
গ পরাশর ডাক্তারের
ঘ নগেনের মামার

৩৩. নগেন কোথায় থেকে কলেজে পড়ে?

ক.মামাবাড়ি
খ. দাদাবাড়ি
গ. মাসির বাড়ি
ঘ. পরাশর ডাক্তারের বাড়ি

৩৪. নগেনের মামা কেমন ছিলেন?

ক. কৃপণ
খ.উদার
গ. উগ্র মেজাজি
ঘ. ভদ্র ও নম্র

৩৫. কার জন্য শ্রদ্ধা-ভক্তিতে নগেনের মন ভরে গেল?

ক.মামার জন্য
খ.পরাশর ডাক্তারের জন্য
গ.দিদিমার জন্য
ঘ. পরেশের জন্য

৩৬. নগেন মরিয়া হয়ে কখন বিছানা ছেড়ে উঠে পড়ল?

ক. রাত একটায়
খ. রাত দুইটায়
গ. রাত তিনটায়
ঘ. রাত সাড়ে তিনটায়

৩৭. লাইব্রেরিটি কোন আমলের ছিল?

ক.নগেনের বাবার আমলের
খ.নগেনের বড় ভাইয়ের আমলের
গ. নগেনের দাদামশায়ের আমলের
ঘ. নগেনের মামাদের আমলের

৩৮. লাইব্রেরির আলমারির ভেতরগুলোতে কী ছিল?

ক.মামার প্রয়োজনীয় বই
খ.অদরকারি বাজে বই
গ.জরুরি বইপত্র
ঘ. দাদামশায়ের বিভিন্ন ফাইল

৩৯. লাইব্রেরির দেয়ালে কয়টি বড় বড় তৈলচিত্র ছিল?

ক.২
খ.৩
গ.৪
ঘ. ৫

৪০. লাইব্রেরির দেয়ালে টানানো ক্যালেন্ডারে ইংরেজি কোন মাসের তারিখ লেখা কাগজের ফলক ঝুলছিল?

ক.জানুয়ারির
খ.মার্চের
গ. ডিসেম্বরের
ঘ. সেপ্টেম্বরের

৪১. অন্ধকারে নগেন কার তৈলচিত্রের সামনে এগিয়ে গেল?

ক. দাদামশায়ের
খ. মামার
গ. দিদিমার
ঘ. মায়ের

৪২. কখন নগেনের জ্ঞান ফিরল?

ক. ভোর রাতে
খ. সকালে
গ.শেষ রাতে
ঘ. দুপুরে

৪৩. নগেনের মামার তৈলচিত্রটি কীসের ফ্রেমে বাঁধানো ছিল?

See also  Completing Story Class-8: A Thirsty Crow and a Jar with Little Water

ক.কাঠের
খ.রুপার
গ.সোনার
ঘ. তামার

৪৪. নগেনকে কে একটা আস্ত গর্দভ বলল?

ক.মামা
খ.দাদামশায়
গ. পরাশর ডাক্তার
ঘ.দিদিমা

৪৫. নগেনের মামার ছবির সঙ্গে কয়টি ইলেকট্রিক বাল্ব লাগান হয়েছিল?

ক.১
খ.২
গ.৩
ঘ. ৪

৪৬. ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিল কে?

ক. নগেন
খ. পরেশ
গ.সুজিত
ঘ.সুরঞ্জিত

৪৭. বিদ্যুৎ কোন তার দিয়ে বেশি চলাচল করে থাকে?

ক. তামার তার
খ.প্লাস্টিকের তার
গ.পিতলের তার
ঘ. রাবারের তার

৪৮. নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি?
ক .২৫
খ.২৭
গ. ৩০
ঘ. ৩২

৪৯. পরলোকগত মামার জন্য নগেনের মনে শ্রদ্ধা-ভক্তি বৃদ্ধি পেল কেন?

ক.মামা নিজের ছেলের মতো তাকে ভালোবাসত জেনে
খ.মামা নিজের সব সম্পদ তাকে দিয়েছে জেনে
গ.মামা তার জন্য জমি দিয়েছিল জেনে
ঘ. মামা তার লেখাপড়া চালানোর সুযোগ দিয়েছে জেনে

৫০. নগেন রাত তিনটায় মরিয়া হয়ে বিছানা ছাড়ল কেন?

ক.মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে মনকে শান্ত করার জন্য
খ.ভূতের ভয় পেয়ে বাড়ির সবাইকে ডাকার জন্য
গ.মামার তৈলচিত্রে মালা পরানোর জন্য
ঘ. পরাশর ডাক্তারের কাছে সব ঘটনা জানানোর জন্য

উত্তরমালা: ১. গ, ২. ক, ৩.ঘ, ৪. খ, ৫. গ, ৬.ঘ , ৭.ক, ৮. গ, ৯.গ, ১০.খ, ১১. ক, ১২.ক, ১৩.খ, ১৪. ক, ১৫.ঘ,১৬.ক, ১৭. ঘ ১৮.খ, ১৯. গ, ২০.খ, ২১.খ, ২২. খ, ২৩.খ, ২৪.ঘ, ২৫. গ, ২৬.ক , ২৭.ক, ২৮. খ, ২৯.ক , ৩০. ক, ৩১.গ, ৩২.খ , ৩৩.ক,৩৪.ক, ৩৫.ক, ৩৬.গ, ৩৭. গ, ৩৮.খ, ৩৯.খ, ৪০.গ, ৪১.খ, ৪২. খ, ৪৩.খ, ৪৪.গ, ৪৫.খ, ৪৬.খ, ৪৭.ক, ৪৮.গ, ৪৯.ক , ৫০.খ।

 

আরও পড়ুন:

Facebook
Twitter
LinkedIn

Related Posts

তৈলচিত্রের ভূত

তৈলচিত্রের ভূত’ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর-উপযোগী ছোটগল্প। ১৯৪১ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ‘মৌচাক’ পত্রিকায় প্রকাশিত হয় এ গল্পটি। ভূতে বিশ্বাস...

Read more

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?