Ode on Solitude-class 8 bangla-translation questions-answer

Ode on Solitude-Unit-3, Lesson-2

Ode on Solitude-Unit-3, Lesson-2

Word & meaning

READ ALSO

Wish-ইচ্ছা বা আকাঙ্খা, Care-যত্ন/মনোযোগ, Paternal-পৈত্রিক, bound -বাধ্য, Content-সন্তুষ্ট, Breathe-শ্বাসগ্রহণ ও ত্যাগ করা, Native-দেশীয়, স্থানীয়, Own-নিজ বা স্বীয়, Herd-পশুপাল, Supply-যোগানো/সরবরাহ, Attire-বস্ত্র বা পোশাক, Yield-উৎপাদন করা বা ফলন, Shade-ছায়া বা অবহেলিত অবস্হা, Blest-আশীর্বাদ, Unconcernedly- উদাসীনভাবে, Slide-গড়িয়ে যাওয়া, Sound-গভীর, Ease-আরাম দেওয়া বা শান্ত করা , Together-একত্রে, Recreation-বিনোদন বা আমোদ-প্রমোদ, Innocence-নিষ্পাপতা বা পবিত্রতা, Meditation-ধ্যান বা গভীর চিন্তা, Unlumented-শোক প্রকাশ করা হয়নি এমন, Let-অনুমতি দেওয়া বা ভাড়া দেওয়া, Steel-চুরি করা।

Ode on Solitude-একাকিত্বের ওপর গাথা

Poem-কবিতা:

Happy the man, whose wish and care

A few paternal acres bound,

Content to breathe his native air,

In his own ground.

Whose herds with milk, whose fields with bread,

Whose flocks supply him with attire,

Whose trees in summer yield him shade,

In winter fire.

Blest! who can unconcerne’dly find

Hours, days and years slide soft away,

In health of body, peace of mind,

Quiet by day,

Sound sleep by night; study and ease

Together mix’d; sweet recreation,

And innocence, which most does please,

With meditation.

Thus let me live, unseen, unknown;

Thus unlamented let me die;

Steal from the world, and not a stone

Tell where I lie.

 

অনুবাদ

সুখী সেই জন, সাধ ও যতন যার
সীমিত কয়েক একর পিতৃভূমিতে,
সন্তুষ্ট যে তার আপন বায়ুতে নিঃশ্বাসে,
তার নিজ ভূমে।

আছে যার দুধেল পশুর পাল,
শস্য ভরা মাঠ,
যার পশুরা যোগায় বস্ত্র,
যার গাছগুলো গ্রীষ্মে দেয় ছায়া,
শীতে তাপ।

সৌভাগ্যবান! যে নির্বিকারভাবে দেখে
ঘন্টা, দিন ও মাস স্বাচ্ছন্দে চলে যায়,
সুস্থ দেহে মনের সুখে, দিনের নীরবতায়,

See also  পাছে লোকে কিছু বলে-গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর-এমসিকিউ-Mcq

রাতে গভীর ঘুম; অধ্যয়ন ও আরাম
একত্রে মিলে মিশে; মধুর বিনোদন,
আর নিষ্পাপতা, যা সবচেয়ে বেশি আনন্দ দেয়,
ধ্যানের গভীরতায়।

এইভাবে আমাকে বাঁচতে দাও,অদেখা, অজানা;
এভাবে আমাকে অনোনুশোচিত মরণ দাও;
পৃথিবী থেকে হারিয়ে যাই, আ এবং একটি পাথরও যেন
বলতে না পারে আমি রয়েছি কোথায়।

Answer the questions.

1. What things does a happy man have? (একজন সুখী মানুষের কী কী থাকে?)

Ans. A happy man has a few acres of paternal land, flocks and trees. ( একজন সুখী মানুষের কয়েক একর পৈতৃক জমি, পশু এবং গাছ থাকে।)

2. How does he pass his time? (তিনি কিভাবে তার সময় কাটান?)
Ans. He passes his time with study and ease, sweet recreation and sound sleep at night. (তিনি অধ্যয়ন এবং আরাম করে, মজার বিনোদন এবং রাতে গভীর ঘুমের মাধ্যমে তার সময় কাটান।)

3.How does he wish to die? ( তিনি কেমন মৃত্যুবরণ কামনা করেন?)
Ans. He wishes to die unlamented and quite.(তিনি পরিতাপহীন এবং শান্তিপূর্ণ মৃত্যু কামনা করেন।)

4. How do you think you can be happy in life? (তুমি কিভাবে জীবনে সুখী হতে পারবে বলে মনে করো?)
Ans. I think that i can be happy in life if i fulfill my usual needs. (আমি মনে করি যে আমি জীবনে সুখী হতে পারব যদি আমি আমার স্বাভাবিক প্রয়োজনগুলো মেটাতে পারি।)

Facebook
Twitter
LinkedIn

Related Posts

No Content Available

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?