Key Word-মূল শব্দ
Derive-উদ্ভেূত হওয়া, Parallel-সমান্তরাল, Cargo-মাল, Capacity-ধারণ শক্তি।
B. Read the text
The plane landed at Suvarnabhumi Airport at 4:55 p.m. (বিকাল ৪টা ৫৫ মিনিটে সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করেছিল বিমানটি।
The name ‘Suvarnabhumi’ is pronounced as “su- wan-na- poom”. (‘সুবর্ণভূমি’ নামটি “সু-ওয়ান-না-পুম” হিসাবে উচ্চারিত হয়। )
The mame is derived from Sanskrit, which means golden land. ( নামটি সংস্কৃত থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ সোনারভূমি।)
The name was chosen by king Bhumibol Adulyadie. (এই নামটি রাজা ভূমিবল আদুলিয়াদাই পছন্দ করেছিলেন।)
The airport is located in Racha Thewa in the Bang Phli district of Samut Prakan province, 30 kilometers east of Bangkok. (বিমানবন্দরটি ব্যাংকক থেকে ৩০ কিলোমিটার পূর্বে সামুত প্রকাশ প্রদেশের বাং ফ্লি জেলার রাচা থেওয়াতে অবস্থিত। )
The airport has two parallel runways. (বিমানবন্দরটিতে দুটি সমান্তরাল রানওয়ে রয়েছে। )
Both of them are 60 meters wide. (দুটোই ৬০ মিটার চওড়া। )
One of the runways is 4,000 meters long and the other is 3,700 meters. (একটি রানওয়ের দৈর্ঘ্য ৪ হাজার মিটার এবং অন্যটি ৩ হাজার ৭০০ মিটার। )
It can handle 76 flight operations per hour. (এটি প্রতি ঘণ্টায় ৭৬টি ফ্লাইট পরিচালনা করতে পারে। )
It can handle 45 million passengers and 3 millions tones of cargo per year.(এটি প্রতি বছর ৪৫ মিলিয়ন যাত্রী এবং ৩ মিলিয়ন টন কার্গো পরিচালনা করতে পারে।)
The airport passenger terminal is 563,000 square meters, that is, 6,060,000 square feet. (বিমানবন্দরের যাত্রী টার্মিনালের আয়তন ৫,৬৩,০০০ বর্গমিটার, অর্থাৎ ৬,০৬০,০০০ বর্গফুট। )
It is the fourth biggest passenger terminal building in the world. (এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম যাত্রী টার্মিনাল ভবন। )
The airport is going through phase2. (বিমানবন্দরটি দ্বিতীয় ধাপের মধ্য দিয়ে যাচ্ছে।)
It will raise its capacity to handle 65 million passengers per year. (এটি প্রতি বছর 65 মিলিয়ন যাত্রী পরিচালনা করার ক্ষমতা বাড়াবে। )
The airport has two5-storey car park buildings. (বিমানবন্দরে দুইতলা গাড়ি পার্কিং ভবন রয়েছে।)
The buildings can house 5,000 cars.(ভবনগুলোতে পাঁচ হাজার গাড়ি থাকতে পারে।)