Completing Story Class-8: Sheikh Saadi and His Dress

Completing Story Class-8: Sheikh Saadi and His Dress

Sheikh Saadi and His Dress

Completing Story Class-8: Sheikh Saadi and His Dress: You must have heard the name of great poet Sheikh Saadi. He was a great scholar of the He was very simple in his way of life. Persian. Once, the king of Persia invited the poet to his palace. The palace of the king was too far.

It was impossible for anyone to reach there within one day. However, Saadi started for the king’s palace. On the way he took shelter in a rich man’s house.

READ ALSO

The rich man underestimated him. He did not give him rich food. Saadi left the house of his host in the early morning and started for the king’s palace.

When he reached the king’s palace, the king congratulated him with great honour. The poet recited his poems at the court and enchanted all the courtiers.

The king was satisfied. He gave Saadi some beautiful dresses as presents. Sheikh Saadi put on one of the nice dresses. However, he left the palace of the king for his home. On the way. Saadi took shelter in the same house.

The rich man could not understand that Saadi was his previous guest. Now seeing the nice dress of sadi the rich man gave him rich food and honoured him very much.

Now, a strange incident occurred. Sheikh Saadi did not eat the food. Rather he began to keep them in the pockets of his dress. The people of the house were astonished.

See also  Completing Story Class-8: Grapes Are Sour

They asked him about it. Sheikh Saadi said to them, “I took shelter in this house while I was going to the palace of the king. Then I was not well dressed.

So you did not give me this kind of delicious food. I think my present rich dress deserves this food. So, I am doing so.” The owner as well as the people of the house realized their fault and apologized to their host for their deeds.

Sheikh Saadi and His Dress -এর বাংলা অর্থ : শেখ সাদী এবং তার পোশাক

মহান কবি শেখ সাদীর নাম নিশ্চয়ই শুনেছেন। তিনি একজন মহান পণ্ডিত ছিলেন, তিনি তাঁর জীবনযাপনে অত্যন্ত সরল ছিলেন। ফার্সি। একবার পারস্যের রাজা কবিকে তার প্রাসাদে আমন্ত্রণ জানান। রাজার প্রাসাদ অনেক দূরে ছিল।

কারো পক্ষে একদিনের মধ্যে সেখানে পৌঁছানো অসম্ভব ছিল। যাইহোক, সাদি শুরু করলেন রাজার প্রাসাদের উদ্দেশ্যে। পথে তিনি এক ধনী ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন।

ধনী লোকটি তাকে অবমূল্যায়ন করেছিল। তাকে সমৃদ্ধ খাবার দেননি। সাদি ভোরবেলা তার আস্তানার বাড়ি ছেড়ে রাজার প্রাসাদের দিকে রওনা দিল।

তিনি যখন রাজার প্রাসাদে পৌঁছলেন, তখন রাজা তাকে অত্যন্ত সম্মানের সাথে অভিনন্দন জানালেন। কবি দরবারে তাঁর কবিতা আবৃত্তি করে সকল দরবারকে বিমোহিত করেন। রাজা সন্তুষ্ট হলেন।

তিনি সাদীকে উপহার হিসেবে কিছু সুন্দর পোশাক দেন। শেখ সাদী একটি সুন্দর পোশাক পরলেন। যাইহোক, তিনি তার বাড়ির উদ্দেশ্যে রাজার প্রাসাদ ত্যাগ করেন।

পথে. একই বাড়িতে আশ্রয় নেন সাদি। বড়লোক বুঝতে পারেনি যে সাদী তার আগের অতিথি। এখন সাদির সুন্দর পোষাক দেখে ধনী লোকটি তাকে প্রচুর খাবার দিল এবং তাকে খুব সম্মান করল।

এবার এক অদ্ভুত ঘটনা ঘটল। শেখ সাদী খাবার খাননি। বরং সে সেগুলো তার পোশাকের পকেটে রাখতে লাগল। বাড়ির লোকজন অবাক হয়ে গেল।

See also  ক্রিয়ার কাল কাকে বলে-কত প্রকার-কি কি ও উদাহরণ সহ

তারা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। শেখ সাদী তাদের বললেন, “আমি রাজার প্রাসাদে যাওয়ার সময় এই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তখন আমি ভালো পোশাক পরেনি।

তাই আপনি আমাকে এই ধরনের সুস্বাদু খাবার দেননি। আমি মনে করি আমার বর্তমান সমৃদ্ধ পোষাক এই খাদ্য প্রাপ্য. তাই, আমি তাই করছি।”

বাড়ির মালিকের পাশাপাশি বাড়ির লোকেরা তাদের দোষ বুঝতে পেরে তাদের কাজের জন্য তাদের হোস্টের কাছে ক্ষমা চেয়েছিল।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?