পাছে লোকে কিছু বলে-গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর-এমসিকিউ-Mcq

পাছে লোকে কিছু বলে

পাছে লোকে কিছু বলে-অষ্টম শ্রেণির কবিতাটি কবি কামিনী রায় লিখেছেন। কবিতাটির গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ নিচে দেওয়া হয়েছে। এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে।

১. বিধাতা প্রাণ দিয়েছেন কেন?

READ ALSO

ক. ম্রিয়মাণ থাকার জন্য
খ. প্রাণহীন থাকার জন্য
গ. হতাশাগ্রস্ত হওয়ার জন্য
ঘ. উচ্ছ্বল থাকার জন্য

২. কবি কখন উপেক্ষার ছলে চলে যান?

ক. স্নেহের কথায় ব্যথা দূর হতে পারে জেনেও
খ. নির্মল নয়নের জলে কাঁদতে চেয়েও
গ. দুঃখীর জন্যে প্রাণ কাঁদলেও
ঘ. হৃদয়ে অনেক শুভ্র চিন্তা উঠলেও

৩.ওপরের উদ্দীপকে কামিনী রায় রচিত ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন ভাবটি প্রাসঙ্গিক?

ক. সাহস
খ. সংশয়
গ. সংকল্প
ঘ. উপেক্ষা

৪. হৃদয়ে কীসের মতো শুভ্র চিন্তা ওঠে?

ক. ফেনার
খ.বুদবুদের
গ.অশ্রুর
ঘ. স্নেহের

৫. কামিনী রায় কোন বিষয়ে বি এ পাস করেন?

ক. দর্শনে
খ.বাংলায়
গ.সংস্কৃতিতে
ঘ.ইতিহাসে

৬. কারও ব্যথায় কান্না পায় তখন তিনি কী করেন?

ক.চোখ শুষ্ক রাখেন
খ.আড়ালে আড়ালে থাকেন
গ.উপেক্ষার ছলে চলেন
ঘ. নীরবে আপনা ঢাকেন

৭. কামিনী রায়ের ছোটদের কবিতা সংগ্রহের নাম

ক.নির্মাল্য
খ. গুঞ্জন
গ. ইতল বিতল
ঘ. আঙুর

৮. ‘শুভ্র’ শব্দটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে

ক.সাদা
খ.পরিষ্কার
গ. উদাসীন
ঘ.ক+খ

৯. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার প্রথম লাইন কোনটি?

ক.আড়ালে আড়ালে থাকি
খ. করিতে পারি না কাজ
গ.পাছে লোকে কিছু বলে
ঘ.নীরবে আপনা ঢাকি

১০. কামিনী রায়ের কাব্যগ্রন্থ কোনটি?

ক.ছাড়পত্র
খ. গুঞ্জন
গ.সোনার তরী
ঘ. অশোক-সংগীত

১১. ভীতির কবলে শক্তি মরে কেন?

ক.উচ্ছল বলে
খ.শুভ্র বলে
গ.সদাভয় বলে
ঘ.ম্রিয়মাণ বলে

১২. মানুষ উপলব্ধি করে ‘পাছে লোকে কিছু বলে’

ক. যখন দ্বিধা দ্বারা আক্রান্ত হয়
খ. যখন মনে সংশয় ও সন্দেহ ভিড় করে
গ. যখন মানুষকে পেছনে কিছু বলতে শোনে
ঘ. ক+খ

১৩. ‘সংশয়’ শব্দটি দ্বারা বোঝায়

ক.সন্দেহ
খ.অজানা
গ.দ্বিধা
ঘ. ক+গ

১৪. কামিনী রায় কোন কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন?

See also  Imperative Sentence কাকে বলে-চেনার উপায়-উদাহরণসহ

ক. হাওড়া
খ.বেথুন
গ.হুগলি
ঘ.লেডি ব্রেবোর্ন

১৫. কামিনী রায় কোন বিষয়ে বি এ পাস করেন?

ক.দর্শনে
খ.বাংলায়
গ.সংস্কৃতিতে
ঘ. ইতিহাসে

১৬. কারও ব্যথায় কান্না পায় তখন তিনি কী করেন?

ক. চোখ শুষ্ক রাখেন
খ.আড়ালে আড়ালে থাকেন
গ. উপেক্ষার ছলে চলেন
ঘ. নীরবে আপনা ঢাকেন

১৭. কামিনী রায়ের ছোটদের কবিতা সংগ্রহের নাম

ক.নির্মাল্য
খ. গুঞ্জন
গ. ইতল বিতল
ঘ.আঙুর

১৮. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার প্রথম লাইন কোনটি?

ক. আড়ালে আড়ালে থাকি
খ. করিতে পারি না কাজ
গ. পাছে লোকে কিছু বলে
ঘ. নীরবে আপনা ঢাকি

১৯. কামিনী রায়ের কাব্যগ্রন্থ কোনটি?

ক.ছাড়পত্র
খ. গুঞ্জন
গ. সোনার তরী
ঘ.অশোক-সংগীত

২০. ভীতির কবলে শক্তি মরে কেন?

ক.উচ্ছল বলে
খ. শুভ্র বলে
গ.সদাভয় বলে
ঘ.ম্রিয়মাণ বলে

২১. কামিনী রায় কোন কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন?

ক. হাওড়া
খ. বেথুন
গ. হুগলি
ঘ.লেডি ব্রেবোর্ন

২২. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
ক. সংকোচ
খ.সংশয়
গ.সংকল্প
ঘ.বাধা

২৩. আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান?
ক.রোগাক্রান্ত হওয়ার ভয়ে
খ.সমালোচনার ভয়ে
গ.সহযোগিতার ভয়ে
ঘ.ছোট হওয়ার ভয়ে

২৪. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে?

ক.ভয়হীনতা
খ.পরোপকারিতা
গ.সাহসিকতা
ঘ.সংকোচহীনতা

২৫. কোন বিশ্ববিদ্যালয় কবি কামিনী রায়কে জগত্তারিণী পুরস্কারে ভূষিত করে?

ক.কলকাতা
খ.বিশ্বভারতী
গ.আলীগড়
ঘ. ঢাকা

২৬. চির যুবা তুই যে চিরজীবী জীর্ণ জরা ঝড়িয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি। উদ্দীপকের বিপরীত ভাবধারা প্রকাশ পেয়েছে কোন রচনায়?

ক.পাছে লোকে কিছু বলে
খ.একুশের গান
গ.জাগে তবে অরণ্য কন্যারা
ঘ.প্রার্থী

২৭. উক্ত রচনায় লেখক/কবির দৃষ্টিতে সৈকতের মন ভেঙে যাওয়ার কারণ-

ক. সংশয়
খ .ভীরুতা
গ.নিন্দা
ঘ. উপহাস

২৮. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হয়?

ক.বাধা
খ.সংশয়
গ. সংকল্প
ঘ.সংকোচ

২৯. আমাদের মনের সংকল্প নড়বড়ে হয়ে যায় কেন?

ক. ব্যর্থতার ভয়ে
খ.লোক ভয়ে
গ.অর্থহীন বলে
ঘ. সময়ের অভাবে

৩০. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন?

ক.সংকোচের কারণে
খ.দুর্বলতার কারণে
গ.হতাশার কারণে
ঘ. লজ্জার কারণে

See also  ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

৩১. মনের দৃঢ় ইচ্ছাগুলো কোন কারণে পূরণ হয় না?

ক.দ্বিধা
খ.চিন্তা
গ.ভীরুতা
ঘ.হতাশা

৩২. ‘শুভ্র’ শব্দটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত?

ক.সাদা
খ.পবিত্র
গ.অমলিন
ঘ. দ্বিধা

৩৩. কামিনী রায়ের কবিতায় কার প্রভাব স্পষ্ট?

ক.জসীমউদ্দীন
খ. সুফিয়া কামাল
গ.রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ জীবনানন্দ দাশ

৩৪. ভীতির কবলে শক্তি মরে কেন?
ক. প্রাণের ভয়ে
খ.উপেক্ষার ভয়ে
গ. সমালোচনার ভয়ে
ঘ.মন দুর্বল বলে

৩৫. কবি কামিনী রায় কোন উদ্দেশ্যগুলোকে মেলাতে পারেন না?

ক. ভালো
খ. মহৎ
গ. শুভ্র
ঘ. মন্দ

৩৬. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি পাঠকের প্রাণে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে?

ক.ভয়হীনতা
খ.পরোপকারিতা
গ.সাহসিকতা
ঘ.সংকোচহীনতা

৩৭. ‘পাছে লোকে কিছু বলে’-এমন মনোভাব মানুষকে কী করে?

ক. ব্যথিত করে
খ.সমালোচিত করে
গ.হীনবল করে
ঘ.গুরুত্বহীন করে

৩৮. হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়েই থেকে যায় কেন?

ক. বাধা প্রাপ্তিতে
খ.উপেক্ষা করায়
গ.সংশয়ের কারণে
ঘ. বিষাদগ্রস্ততার জন্য

৩৯. কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)

ক.১৮৫৫
খ.১৮৬০
গ.১৮৬৪
ঘ.১৮৬৬

৪০. কামিনী রায় বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক.ঢাকা
খ.সিলেট
গ.বরিশাল
ঘ.রাজশাহী

৪১. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার রচয়িতা কে?

ক.সুকান্ত ভট্টাচার্য
খ.বুদ্ধদেব বসু
গ. কামিনী রায়
ঘ. মাইকেল মধুসূদন

৪২. কামিনী রায়ের কবিতায় কোন কবির প্রভাব স্পষ্ট?

ক.সুকুমার রায়ের
খ.রবীন্দ্রনাথ ঠাকুরের
গ. কায়কোবাদের
ঘ.কাজী নজরুল ইসলামের

৪৩. কবি কামিনী রায়ের লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম কী?

ক.সংকলন
খ.কূজন
গ.মধুবন
ঘ.গুঞ্জন

৪৪. কবি কামিনী রায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক.১৯১৯
খ.১৯৩২
গ.১৯৩৩
ঘ.১৯৩৭

৪৫. কবি কামিনী রায় কোন কলেজে অধ্যাপনা করেন?

ক.ঢাকা কলেজ
খ.বেথুন কলেজে
গ .কলকাতা সিটি কলেজে
ঘ.দিল্লি রামযশ কলেজে

৪৬. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কবির মতে, মানুষের কাজ না করতে পারার কারণ কী?

ক.কর্মদক্ষতার অভাব
খ.প্রশিক্ষণের অভাব
গ.লাজ-ভয়ের তাড়না
ঘ.যোগ্যতার অভাব

৪৭. ভীতির কবলে কী মরে?
ক.অহংকার
খ.সাহস
গ.শক্তি
ঘ.গর্ব

৪৮. মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে কোনটিকে উপেক্ষা করতে হবে?

ক.ভয়ভীতি ও সংকোচ
খ.মিথ্যা ও সংকোচ
গ.প্রতারণা ও ভয়ভীতি
ঘ.অসততা ও মিথ্যা

৪৯. কবি কামিনী রায় আড়ালে আড়ালে থাকেন কেন?

See also  Completing Story Class-8: An Ungrateful Wolf and a Deceived Crane

ক.পরনিন্দা ও সমালোচনার ভয়ে
খ.অশিক্ষা ও দুর্বলতার ভয়ে
গ.অজ্ঞতা ও সমালোচনার ভয়ে
ঘ.লোকনিন্দা ও জ্ঞানহীনতার ভয়ে

৫০. কবি নীরবে কী ঢাকেন?
ক. চোখ
খ. মুখ
গ. চুল
ঘ.নিজেকে

৫১. কবি কামিনী রায়ের পা সামনে যেতে দ্বিধাবোধ করে কেন?

ক.সমালোচনার ভয়ে
খ.লোকসানের ভয়ে
গ.প্রাণনাশের ভয়ে
ঘ.বিপদের ভয়ে

৫২. মনের দৃঢ় ইচ্ছাগুলো পূরণ হয় না কেন?

ক.দ্বিধার কারণে
খ.চিন্তার কারণে
গ.হতাশার কারণে
ঘ.ভীরুতার কারণে

৫৪. মহৎ উদ্দেশ্য সাধনের জন্য কবি কামিনী রায় কেন দলের সাথে মিশতে পারে না? (অনুধাবন)

ক.সহযোগিতার ভয়ে
খ.দুর্বলতার কারণে
গ.হতাশার কারণে
ঘ.ভয়ভীতির কারণে

৫৫. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যথা প্রশমিত করতে পারে কোনটি?

ক. মহৎ উদ্দেশ্য
খ. স্নেহের কথা
গ. গরম পানি
ঘ. রাগের কথা

৫৬. রফিক সাহেব এলাকার উন্নয়নের জন্য কাজ করতে উদ্যত হন কিন্তু লোকলজ্জার ভয়ে তিনি একবার এগিয়েও পিছিয়ে যান। তাঁর এ আচরণে কিসের বহিঃপ্রকাশ ঘটে?

ক. সংশয়ের
খ. সংকল্পের
গ. ভীতির
ঘ. প্রত্যয়ের

৫৭. মনিরার স্যার মনিরাকে বলল, যখন কোনো ভালো কাজের আকাক্সক্ষা করা হয় তখন তা দ্রুত করা উচিত। এর মাধ্যমে প্রকাশিত হয় মনের কোন দিকটি?

ক. সুশোভিত চিন্তা
খ. কার্যকরী চিন্তা
গ. শুভ্র চিন্তা
ঘ. গতিশীল চিন্তা

৫৮. সমালোচনা করা কাদের কাজ?

ক.নিন্দুকের
খ. নারীদের
গ. শিশুদের
ঘ. অশিক্ষিতদের

৫৯. হৃদয়ে কীসের মতো শুভ্রচিন্তা ওঠে?

ক. বুদবুদের
খ. স্নেহের
গ. অশ্রুর
ঘ. ঢেউয়ের

৬০. ‘শুভ্র’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক.সুশোভিত
খ.সুন্দর
গ. সৌন্দর্য
ঘ.সাদা

উত্তরমালা: ১.ঘ, ২. ক, ৩. খ, ৪.খ, ৫. গ, ৬.ক, ৭.খ, ৮.ঘ, ৯.খ, ১০.খ, ১১.ঘ, ১২.ঘ , ১৩.ঘ, ১৪.খ, ১৫.গ, ১৬.ক, ১৭.খ, ১৮.খ, ১৯.খ, ২০.ঘ, ২১.খ, ২২.ক, ২৩. খ, ২৪.ঘ, ২৫.ক, ২৬.ক, ২৭.ক, ২৮.ঘ, ২৯.খ, ৩০.ক, ৩১. ক, ৩২.গ, ৩৩.গ, ৩৪.ঘ, ৩৫.খ, ৩৬.ঘ, ৩৭.গ, ৩৮.গ, ৩৯.গ, ৪০. গ, ৪১. গ, ৪২. খ, ৪৩.ঘ, ৪৪.গ, ৪৫.খ, ৪৬. গ, ৪৭.গ, ৪৮.ক, ৪৯. ক, ৫০. ঘ, ৫১. ক, ৫২. ক, ৫৪.ঘ, ৫৫.খ, ৫৬.ক , ৫৭. গ, ৫৮. ক, ৫৯. ক, ৬০. ঘ।

 

 

Facebook
Twitter
LinkedIn

Related Posts

পাছে লোকে কিছু বলে কবিতার

অষ্টম শ্রেণির পাছে লোকে কিছু বলে-কবিতাটি লিখেছেন কামিনী রায়। এই কবিতার গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর নিচে দেয়া হলো- ১. সৃজনশীল প্রশ্ন:...

Read more

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?