Keep-এর সব ব্যবহার-অসংখ্য উদাহরণ সহ দেখুন

Keep-এর সব ব্যবহার-অসংখ্য উদাহরণ সহ দেখুন

স্পোকেন  ইংলিশে Keep এর খুব বেশি ব্যবহার হয়ে থাকে। কোনো বাংলা বাক্যে যদি লেগে থাক, হাসতে থাকো, যেতে থাকো পড়তে থাক, করতে থাকো, বলতে থাকো, খেলতে থাকো ইত্যাদি শব্দ থাকে তাহলে এর গঠন হবে নিম্নরুপ-

Structure গঠন: Keep + verb (ing)+ Sub + verb (any form) + Ext.

READ ALSO

Example- উদাহরণ:

লেগে থাক, তুমি জিতবে-Keep staying, you will win

হাসতে থাকো তুমি সুখী হবে-Keep smiling, you’ll be happy.

তুমি যেতে থাকো, আমি পরে আসবো-Keep going, I’ll come later on.

নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে-Keep praying, you’ll get solution of all problems.

চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে-Keep trying you will achieve your aim.

অনুশীলন করতে থাকো, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে-keep practicing you’ll speak english fluently.

কাজ করতে থাকো, টাকা আমি দেবো-Keep working, I’II pay.

অন্যায়ের বিরুদ্ধে উচ্চ স্বরে কথা বলতে থাকো-Keep raising your voice against injustice.

ক্রিকেট খেলতে থাকো, তুমি জাতীয় দলে সুযোগ পাবে – Keep playing cricket, you may get chance to national team.

Keep এবং Put মধ্যে পার্থক্য?
আমরা জানি ‘Keep’ অর্থ ‘রাখা’ আবার ‘Put’ অর্থও ‘রাখা’। এই দুটি শব্দের অর্থ একরকম বলে আমরা গড়বড় হয়ে পড়ি যে কোথায় কোনটির ব্যবহার করতে হবে। তবে এদের মধ্যে একটা পার্থক্য আছে। ‘Put’ সাধারণত কোনও নির্দিষ্ট স্থানে কোনও বস্তু স্থাপনের জন্য নির্দেশ করতে ব্যবহৃত হয়। ‘Keep’ কোনও বস্তুর অবস্থান ধরে রাখতে নির্দেশিত হয়।

বইটি টেবিলে রাখুন-Put the book on the table. (ব্যাখ্যা: এখানে আমি কাউকে নির্দেশ করলাম বইটা টেবিলের উপর রাখতে।)

বইটি টেবিলে রাখুন-Keep the book on the table.(ব্যাখ্যা: কোনও বস্তুর অবস্থান ধরে রাখতে নির্দেশিত হয়েছে।)

See also  As often as-যতবার-ততবার

keep-কোনো কিছু দখলে রাখতে রাখতে বুঝাতে: কোনো কিছু দখলে রাখতে Keep ব্যবহার করতে হয়।

যেমন: আমি কি এগুলো রাখতে পারি?
Can I keep it?

আমরা এখানে ‘keep’ এর ব্যবহার করলাম। এখানে ‘keep’ এর মানে হলো কোনো কিছু নিজের দখলে রাখা।
কিন্তু যদি এখানে Put এর ব্যবহার করা হতো তাহলে কি হত?

Can I put it? এর বাংলা মানে –
আমি কি এগুলো রাখতে পারি?

ব্যাখ্যা: এখানে একটা বড় পার্থক্য আছে সেটা হল- এখানে ‘Put’ এর মানে নিজের দখলে রাখা নয়। অন্য কোনো স্থানে রাখা। তাই আপনাকে মনে রাখতে হবে যখন কোনো কিছু দখলে বা অধিকারে রাখতে হবে বোঝাবে তখন Keep এর ব্যবহার করতে হবে। আর কোনো জিনিস কোনো স্থানে রাখা বোঝালে Put এর ব্যবহার করতে হবে।

keep- শপথ রাখতে বুঝাতে: আপনি কাউকে কিছু কথা দিয়েছেন এবং আপনি সেটা রাখতে চান, তো এসব ক্ষেত্রে keep ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কিছু শপথ রাখতে keep এর ব্যবহার করতে হয়। যেমন:

আমি একটি প্রতিশ্রুতি দিয়েছি এবং এটি রাখতে চাই।
I made a promise and I want to keep it.

অথবা আমরা বলতে পারি

আমি আমার প্রতিশ্রুতি রাখতে চাই।
I want to keep my promise.

নিয়মিত কোনো কিছু record রাখতে keep ব্যবহার: নিয়মিত কোনো কিছু record রাখতে keep ব্যবহার করা হয়।

যেমন: কোনো কিছু events বা কোন কিছু information যাতে আমরা সেগুলো পরে দেখতে পারি। যেমন:

আমি দশ বছর ধরে একটি ডায়েরি রেখেছি।
I’ve kept a diary for ten years. Keep Past from Kept

তুমি কতটা ব্যয় করছ তার একটি হিসাব রাখ।
Keep an account of how much you spend.

Keep কে কোনো কিছু নির্দিষ্ট নির্দেশ দিতে ব্যবহার করা হয়।

যেমন-

See also  NGO (এনজিও)-সর্বপ্রথম কোন দেশে চালু হয়

আমার ঘর থেকে দূরে থাক।
Keep out of my room.

জনের থেকে দূরে থাক।
Keep away from John.

আমি আমার প্রতিবেশীদের থেকে দুরে থাকি।
I keep away from my neighbours.

স্পোকেন ইংলিশে Keep- এর ব্যবহার: এবার চলুন শেখা যাক স্পোকেন ইংলিশে কিভাবে Keep কে ব্যবহার করা হয়।

চলতে থাক।
Keep moving.

চেষ্টা করতে থাকো।
Keep trying.

নাচতে থাকো।
Keep dancing.

যোগাযোগ রেখো।
Keep in touch.

কুকুরটিকে বাইরে রাখুন।
Keep the dog out.

কুকুর থেকে দূরে থাকো।
Keep away from the dog.

মানে দূরে থাকা।
Keep away.

ডানদিকে রাখুন।
Keep to the right.

You are doing excellent work. Keep it up!
তুমি দুর্দান্ত কাজ করছ। এটা বজায় রাখ!

তুমি কি একটি ডায়েরি রাখ?
Do you keep a diary?

তোমার চোখ খোলা রেখো।
Keep your eyes open.

আপনার ঘরটি পরিষ্কার রাখুন।
Keep your room clean.

তুমি এ থেকে দূরে থাক।
You keep out of this.

তুমি কি গোপন রাখতে পারবে?
Can you keep a secret?

দয়া করে এটি গোপন রাখুন।
Please keep this secret.

দয়া করে জানালা খোলা রাখুন।
Please keep the windows open.

আমি এটা রাখতে পারব না।
I can’t keep this.

তোমার মুখ বন্ধ রাখো।
Keep your mouth shut.

এটি চালিয়ে যাও!
Keep it up!

জনের থেকে দূরে থাক।
Keep away from John.

চলতে থাক।
Keep moving.

তুমি কি একটি ডায়েরি রাখ?
Do you keep a diary?

আপনার ঘরটি পরিষ্কার রাখুন।
Keep your room clean.

আমি এটা রাখতে পারব না।
I can’t keep this.

তুমি কি গোপন রাখতে পারবে?
Can you keep a secret?

আরও পড়ুন:

See also  সূরা ফীল এর বাংলা উচ্চারণ-অর্থ-Surah Al-Fil
Facebook
Twitter
LinkedIn

Related Posts

No Content Available

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?